প্রকাশ :
২৪খবরবিডি: 'প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনি চায়ের দাওয়াত দিচ্ছেন। আমরা ঘেরাও করতে গেলে আপনি চা খাওয়াবেন। হঠাৎ আপনার গলার স্বর এভাবে নিম্নগামী হলো কেন? অদ্ভুদ ব্যাপার। আপনার গলার স্বর যখন ক্ষীণ হয় তখন বুঝতে হয় বিরোধী দলের ওপর হয়তো আরও ভয়ঙ্কর নির্যাতন নিপীড়ন নেমে আসছে।'
বিএনপির যে নেতা মারা গেছেন সেই লাশের নামে, যিনি হজ করতে গেছেন তার নামে, যিনি হাসপাতালে চিকিৎসারত আছেন তার নামেও এসব মামলা দেওয়া হয়েছে। এবার চায়ের দাওয়াতে আবার কি আছে? ওই চায়ের মধ্যে ধুতুরার ফুল থাকবে নাকি হেমলকের রস থাকবে?
প্রধানমন্ত্রীর চায়ের মধ্যে ধুতুরার ফুল থাকবে নাকি হেমলকের রস, রিজভীর প্রশ্ন
'জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম প্রমুখ।'