প্রকাশ :
২৪খবরবিডি: 'সরকারি সিদ্ধান্তের আলোকে ব্যাংকগুলোর খরচে লাগাম টানছে কেন্দ্রীয় ব্যাংক। বিদ্যুৎ ও জ্বালানিতে ব্যয় কমানোর নির্দেশনার পর এবার নতুন গাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে আপ্যায়ন, ভ্রমণ, আসবাবপত্রসহ অন্যান্য কেনাকাটায় বরাদ্দের সর্বোচ্চ ৫০ শতাংশ খরচ করা যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়।'
-এতে আরও বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকার ২০২২-২৩ অর্থবছরে কিছু খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় স্থগিত বা কমানোর সিদ্ধান্ত হয়েছে। এ প্রেক্ষাপটে ব্যাংকগুলো ২০২২ পঞ্জিকা বছরের শেষ ৬ মাস এবং আগামী বছরের প্রথম ৬ মাস কিছু খাতে পরিচালন ও উন্নয়ন ব্যয় কমানোর লক্ষে এ নির্দেশনা দেওয়া হলো। চলতি বছর ও আগামী বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদনে ব্যয় কমানোর বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।
এবার নতুন গাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা: কেন্দ্রীয় ব্যাংক
'এর আগে মঙ্গলবার অপর এক নির্দেশনায় বিদ্যুৎ ও জ্বালানিতে ব্যয় কমাতে বলা হয়। নির্দেশনার আলোকে চলতি অর্থবছর বিদ্যুত খাতে ২৫ শতাংশ এবং জ্বালানিতে ২০ শতাংশ খরচ কমাতে হবে। এক্ষেত্রেও ব্যয় কমানোর তথ্য ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদনে উল্লেখ করতে হবে। এছাড়া সাশ্রয়ের টাকা অন্য কোনো কাজে লাগানো যাবে না।'