প্রকাশ : বুধবার, ২৭ জুলাই, ২০২২
২৪খবরবিডি: 'পরিচালক মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র 'হাওয়া' মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার। আর এ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 'হাওয়া'র সঙ্গে নিজের সংশ্লিষ্টতা জানাতে আজ বৃহস্পতিবার রাতে মাছরাঙা টেলিভিশনে সঞ্চালক হিসেবে হাজির হচ্ছেন জয়া। 'হাওয়া আড্ডা' নামে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন এ অভিনেত্রী।'
-জয়া আহসান বলেন, পরিচালক মেজবাউর রহমান সুমনের সঙ্গে আমার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু কাজ রয়েছে। যেমন-তারপরও আঙ্গুরলতা নন্দকে ভালোবাসে, ফেরার পথ নেই থাকে না কোনো কালে, শহরতলীর আলো, তারপর পারুলের দিন, সাদা জামা স্মিতা এইসব, জ্যোৎস্না রশিদ, মিথ্যা তুমি দশ পিঁপড়া ইত্যাদি। তাছাড়া চলচ্চিত্রে আমার প্রথম প্রযোজনা 'দেবী' তে মেজবাউর রহমান সুমনের ফেসকার্ড প্রডাকশনের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি।
শুক্রবার মুক্তি পাবে 'হাওয়া' সঙ্গে যুক্ত জয়া
'সেই কৃতজ্ঞতাবোধ থেকে সুমন ও ফেসকার্ড যখনই আমাকে ডাকবেন, আমি এবং আমার প্রযোজনা সংস্থা সি তে সিনেমাকে সবসময়ই পাশে পাবেন। 'হাওয়া আড্ডা' প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।'