প্রকাশ :
২৪খবরবিডি: 'চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১১ পর্যটক নিহতের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ উঠেছে রেলক্রসিং এ নিয়োজিত গেটম্যান মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে তাকে আটক করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।'
'এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো সাতজন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের মৃত্যু: দায়িত্বে অবহেলা, গেটম্যান সাদ্দাম আটক
এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন ২৪খবরবিডিকে জানান, ঘটনার সময় গেটবার দেওয়া ছিল। মাইক্রোবাসের চালক গেটবার সরিয়ে লেন পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনা ঘটে। এ ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'