সর্বশেষ

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশ :


২৪খবরবিডি: 'ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এশিয়ায় এখন পর্যন্ত বাংলাদেশ সফলতার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারতসহ অন্যান্য দেশের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এসব দেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক কম।'

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সারাদেশে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে ঢাকা শহরের চারপাশে পরিকল্পিত বাজার স্থাপনের লক্ষ্যে এ সভা হয়।

-এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সর্বশেষ তথ্য তুলে ধরে তাজুল ইসলাম জানান, সিঙ্গাপুরে ১৩ হাজার, মালয়েশিয়ায় ১৮ হাজার ৮৮৪, ইন্দোনেশিয়ায় ৪৫ হাজার ৩৮৭,

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ: স্থানীয় সরকারমন্ত্রী

থাইল্যান্ডে ৫ হাজার ১৯৬, ফিলিপাইনে ৫১ হাজার ৬২২ এবং ভারতে ১০ হাজার ১৭২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আর বাংলাদেশে এ বছরের জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত ২ হাজার ৩০৫ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত