সর্বশেষ

শেখ হাসিনার নেতৃত্বে এমপি-মন্ত্রীরাও দেশ গঠনের কর্মী: পলক

প্রকাশ :


/ জুনাইদ আহ্‌মেদ পলক /

২৪খবরবিডি: 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, 'শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রী-এমপিরাও দেশ গঠনের কর্মী। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রত্যেক মন্ত্রী ও এমপিরা বাংলাদেশের সার্বিক উন্নয়নে নিরলস কাজ করছেন। একারণেই বিগত ৫০ বছরের চেয়ে আওয়ামী লীগ শাসনামলের গত ১৩ বছরে দেশে বেশি উন্নয়ন হয়েছে।'

শনিবার (৩০ জুলাই) দুপুরের পর নাটোর জেলার সিংড়ার আত্রাই নদীর পাড়ে সিংড়া শহর রক্ষা বাঁধ, রবীন্দ্র, নজরুল ও জীবনানন্দ সরোবরের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এ কথা বলেন। জুনাইদ আহ্‌মেদ পলকের সভাপতিত্বে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, রাজশাহী পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ও সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।

-প্রতিমন্ত্রী বলেন, 'দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন বিদ্যুৎ পৌঁছেছে। দেশের কাদামাটির রাস্তা এখন হয়েছে পাকা। গ্রাম পর্যন্ত ব্রডব্র্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছার কারণে তরুণ প্রজন্ম ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করছে। মানুষকে এখন আর কোনও সেবা পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে কাদার রাস্তা পেরিয়ে শহরে আসতে হয় না। গত ১৩ বছরে দেশব্যাপী এমন উন্নয়নের কারণে শেখ হাসিনা বিশ্ব দরবারে মর্যাদার আসন পেয়েছেন।'

-বিএনপি-জামায়াত সরকারের সমালোচনা করে জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, 'নির্বাচনের আগে তারা দেশের সহজ-সরল মানুষদের বলতো, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশ ভারত হয়ে যাবে, দেশে মানুষের মাথায় টুপি আর মুখে দাড়ি থাকবে না। অথচ গত ১৩ বছরে এমন কোনও কাজই হয়নি। বরং বিএনপি-জামায়াতের ওইসব কথা মিথ্যা প্রমাণিত হয়েছে।'

শেখ হাসিনার নেতৃত্বে এমপি-মন্ত্রীরাও দেশ গঠনের কর্মী: পলক

-তিনি আরও বলেন, 'বিগত সময়ে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তা সবার কাছেই দৃশ্যমান। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নেওয়া হয়েছে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ইতিমধ্যে পরিকল্পনা মোতাবেক অনেক কাজই এগিয়ে নেওয়া হয়েছে।' নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ করে মানুষের জীবনমান উন্নত করার পাশাপাশি দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান।

'প্রসঙ্গত, সিংড়াবাসীর দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে ওই শহর রক্ষাবাঁধ নির্মাণে ৪৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ওই প্রকল্পের আওতায় সিংড়া পৌর এলাকায় আত্রাই নদীতে ১৬ কিলোমিটার নদী খনন, প্রায় দুই কিলোমিটার নদীর তীর রক্ষা ও এক কিলোমিটার ফ্ল্যাড ওয়াল ও ওয়াক ওয়ে নির্মাণে ব্যয় হয় ৪১ কোটি ৩৬ লাখ টাকা। নাটোর পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত