সর্বশেষ

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ :


২৪খবরবিডি: 'রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ।  শনিবার বিকালে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের এমপি শাহরিয়ার আলম।'

এর আগে আবু সাঈদকে দ্রুত গ্রেফতারের দাবিতে রাজশাহী নগরীর বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল হয়। পরে রাত ৮ টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কাছে একই দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ২৬ জুলাই রাজশাহীর আদালতে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক চাঁদকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

' এ মামলায় আরও আসামি করা হয় আতিক হাসান (২৫), বাবুল হোসেন (৩০), শিমুল সরকার (২৫), শামিম সরকার (২৭), মুকুল হোসেন (৩০), হেলাল উদ্দিন রিয়াল (২৫) ও জাহাঙ্গীর আলমকে (২৮)।'

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম আসামিদের আগামী ২৬ সেপ্টেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত