সর্বশেষ

সরকার 'তিন মিশনে' নতুন দূত পাঠাচ্ছে

প্রকাশ :


২৪খবরবিডি: 'তিন দেশের বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত ও হাই কমিশনার পদে পরিবর্তন আনছে সরকার। গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিন সংবাদ বিজ্ঞপ্তিতে জেনেভায় জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রেলিয়ায় হাই কমিশনার ও ডেনমার্কে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আনার খবর দেওয়া হয়।'

জেনেভায় জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে যাচ্ছেন অস্ট্রেলিয়ায় বর্তমান হাই কমিশনার মোহাম্মদ সুফিউর রহমান। তিনি মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

'মোস্তাফিজকে হাই কমিশনার করে দিল্লিতে পাঠানোর কথা আগেই জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। সুফিউরের জায়গায় অস্ট্রেলিয়ায় হাই কমিশনার হয়ে যাচ্ছেন ডেনমার্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা আল্লামা সিদ্দিকী।

সরকার  'তিন মিশনে'  নতুন  দূত  পাঠাচ্ছে

অন্যদিকে ভুটানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসা এ কে এম শহিদুল করিম ডেনমার্কে আল্লামা সিদ্দিকীর স্থলাভিষিক্ত হচ্ছেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত