সর্বশেষ

৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা প্রথম পাবে নগরবাসী

প্রকাশ :


/ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম /

২৪খবরবিডি: 'রাজধানীর যেসব এলাকায় করানো সংক্রমণ বেশি সেসব স্থান থেকে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খোরশেদ আলম।সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরের কিছু বিদ্যালয়ে এ টিকা দেওয়া হবে, এমনকি পর্যায়ক্রমে সারাদেশে দেওয়া হবে। ঢাকার যে সব এলাকায় কোভিডে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে সে এলাকায় আগে টিকা দেয়া হবে।

'টিকা কার্যক্রম কবে থেকে শুরু হবে এমন প্রশ্ন জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  তিনি বিদেশে অবস্থান করছেন, দেশে ফিরে দিন তারিখ ঠিক করবেন।'

 ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা প্রথম পাবে নগরবাসী

-তিনি আরও বলেন, শিশুদের টিকা নিয়ে আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ করা আছে। আমাদের হাতে পর্যাপ্ত টিকাও মজুদ আছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত