সর্বশেষ

ভারতের সামনের নির্বাচনেও মোদিই বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী

প্রকাশ :


/ ফাইল ছবি /

২৪খবরবিডি: 'ভারতে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে নির্বাচিত করেছে। রোববার স্থানীয় সময় রাতে বিহার রাজ্যে এক সাংগঠনিক বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ কথা জানিয়েছেন।' খবর এনডিটিভির।
 

বিহার রাজ্যে বিজেপি এবং নীতিশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সম্পর্ক নিয়ে কিছু আলোচনা ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে অমিত শাহ জানান, দুই দল একসঙ্গেই লোকসভা নির্বাচনে লড়বে। মোদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন। সারা দেশে অন্যবারের মতোই প্রচার চালাবেন। এর আগে বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং একই কথা বলেন। ২০১৯-এর নির্বাচনে প্রধানমন্ত্রী মোদি দেশজুড়ে একশরও বেশি গণসমাবেশে বক্তব্য দিয়েছিলেন। আর এক লাখ কিলোমিটারেও বেশি পথ বিভিন্ন যানবাহনে ঘুরেছিলেন।


-বিজেপিতে আরও অনেক বড় মাপের নেতা থাকলেও শেষ পর্যন্ত নরেন্দ্র মোদির নেতৃত্বেই তৃতীয়বারের জন্য লোকসভা নির্বাচন লড়বে বিজেপি। নির্বাচনের দেড় বছর আগে এ ঘোষণাই দিলেন অমিত শাহ।

ভারতের সামনের নির্বাচনেও মোদিই বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী

এর আগে দু'বার- ২০১৪ ও ২০১৯ সালে- মোদির নেতৃত্বে লড়ে জিতেছে বিজেপি। ২০১৯ সালে তাদের ভোট ও আসন সংখ্যা বেড়েছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত