সর্বশেষ

চলতি মাসে ১২ কেজি এলপিজির দাম কমল ৩৫ টাকা

প্রকাশ :


২৪খবরবিডি: 'চলতি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এর দাম ছিল ১ হাজার ২৫৪ টাকা।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। 'গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ২ টাকা কমিয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা থেকে ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।'


-আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

চলতি মাসে ১২ কেজি এলপিজির দাম কমল ৩৫ টাকা

নিয়ন্ত্রক সংস্থাটি গত বছরের এপ্রিলে দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে। এরপর থেকে প্রতি মাসে একবার করে দাম সমন্বয় করা হচ্ছে। চলতি মাসে সৌদি সিপির গড় মূল্য ৭২৫ ডলার থেকে ৬৬৩ ডলারে নেমে এসেছে।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত