প্রকাশ :
২৪খবরবিডি: 'আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকটে তারা সহায়তা করতে প্রস্তুত আছে। ঋণ চেয়ে বাংলাদেশ সরকার যে প্রস্তাব পাঠিয়েছে তাতে সাড়া দিতে প্রস্তুত বহুজাতিক ঋণদানকারী সংস্থাটি।'
-আইএমএফ বলছে, তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের মতো দীর্ঘমেয়াদি সমস্যাগুলো সঠিকভাবে সামাল দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছে, যেসব সমস্যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।
বর্তমান অর্থনৈতিক সংকট: বাংলাদেশের সঙ্গে ঋণ আলোচনা শুরুর প্রত্যাশা আইএমএফের
-বিবৃতিতে বলা হয়, এ ধরনের ক্ষেত্রে অর্থায়নে সহযোগিতা দিতেই তারা আরএসটি ফান্ড গঠন করেছে এবং বাংলাদেশও এই তহবিল থেকে অর্থ পেতে পারে। আর এই তহবিল থেকে ঋণ পেতে হলে আইএমএফ-সমর্থিত প্রকল্প নিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের অনুরোধে সাড়া দিতে আইএমএফ প্রস্তুত। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের জন্যও আরএসটি ফান্ড সচল হয়ে যাবে। আর এই সময়ে আইএমএফ কর্মীরা প্রকল্প চূড়ান্ত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা এগিয়ে নেবে।
'এএফপির প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমেছে প্রায় ২০ শতাংশ। এতে বাংলাদেশের অর্থ ব্যবস্থার ওপর চাপ পড়েছে। চলতি হিসাবে ঘাটতি ১৭০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।'
-খবর এএফপি ও রয়টার্সের