প্রকাশ :
২৪খবরবিডি: 'অপা ইউটিলিটি সার্ভিসেস'। শান্তিনিকেতনের প্রান্তিকের 'অপা' বাড়ি নিয়ে যখন তোলপাড় রাজ্য, তখন বুধবার আদালতে দেশটির আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবীর মুখে উঠে এলো ওই নাম।'
-তিনি বলেন, ''যে টাকা উদ্ধার হয়েছে, তার উৎস আমরা খুঁজে বের করব।'' তারপরই তিনি বলেন, ''আমরা একটি অংশীদারি নথি বাজেয়াপ্ত করেছি, যার নাম ‘অপা ইউটিলিটি সার্ভিসেস'।
ইডি সর্বশেষ যা জানাল 'পার্থ-অর্পিতাকে' নিয়ে
এর দু’জন অংশীদার, পার্থ ও অর্পিতা। এতে দুজনেরই ৫০ শতাংশ করে শেয়ার।''
'ইডি সূত্রে খবর, অন্তত ৯টি ফ্ল্যাট পাওয়া গেছে। যার মধ্যে চারটির পার্থ-অর্পিতার যৌথ মালিকানা। বাকি পাঁচটি ফ্ল্যাট অর্পিতার।' -সূত্র : আনন্দবাজার পত্রিকা