প্রকাশ :
২৪খবরবিডি: 'পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে ডাকা বিএনপির হরতাল পুলিশের কঠোর পাহাড়ার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে চলছে। বৃহস্পতিবার সকাল থেকেই ভোলা জেলা শহরের পরিস্থিতি অন্যদিনের মতোই শান্ত রয়েছে।'
/ ভোলা জেলা বিএনপি অফিসসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর অবস্থানে পুলিশ /
-প্রসঙ্গত, ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত জেলা ছাত্রদলের সভাপতি মো. নুরে আলম বুধবার বিকেলে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভোলা শহর।
ছাত্রদল সভাপতির মৃত্যু: ভোলায় হরতালের সমর্থনে বিএনপির সড়ক অবরোধ
বিকেলে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাস্তায় নেমে আসেন বিএনপি-ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। নুরে আলমের মৃত্যুর প্রতিবাদে আজ ভোলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জেলা বিএনপি।
-এর আগে গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের প্রতিবাদে গত রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি শহরের মহাজনপট্টিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে। ওই কর্মসূচিতে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সেদিনই মারা যান জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম। আহত হন অর্ধশতাধিক। তাদের মধ্যে গুলিবিদ্ধ নুরে আলম রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে মারা যান।