২৪খবর বিডি : ' শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ডিপিএলে লেজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। নিজের প্রথম দুই ম্যাচে ২১ ও ৮ রানে থামলেও এবার ব্যাট হাতে তাণ্ডব চালালেন বিশ্বসেরা অলরাউন্ডার। মাত্র ২১ বলে তুলে নিলেন ফিফটি।'
২১ বলে তুলে নিলো সাকিবের ফিফটি
* আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলছে লেজেন্ডস অব রূপগঞ্জ। লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারের ৫৯তম হাফসেঞ্চুরি হাঁকাতে সাকিব খেলেছেন ৫ চার ও ৩ ছক্কার মার।
* তবে ফিফটির পর বেশিদূর এগোয়নি সাকিবের ইনিংস। আল আমিন জুনিয়রের বলে কাট করতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ২৬ বলে ছয় চার ও তিন ছক্কায় ৫৯ রান নিয়ে সাজঘরে ফেরেন সাকিব।