শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
সর্বশেষ

চর‌মোনাই‌য়ের পী‌রের দ‌লেযোগ দিলেন ক‌মিউ‌নিস্ট নেতা

প্রকাশ : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২


২৪খবরবিডি: 'বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর (‌সি‌পি‌বিএম) চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন চর‌মোনাই‌য়ের পী‌রের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলনে যোগ দি‌য়ে‌ছেন।'
 

বৃহস্প‌তিবার ইসলামী আ‌ন্দোল‌নের চুয়াডাঙ্গা কার্যাল‌য়ে চরমোনাই‌য়ের পীর তথা দ‌লের আ‌মির মুফ‌তি সৈয়দ মুহাম্মদ রেজাউল করী‌মের উপ‌স্থি‌তে তি‌নি দলটি‌তে যোগ দেন। দল বদ‌লের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে আলমগীর হো‌সেন ২৪খবরবিডিকে ব‌লেন, বস্তুবা‌দের রাজনী‌তি‌তে পা‌র্থিব ও পরকালীন মু‌ক্তি নেই। তা অনুধাবন কর‌তে পে‌রে বাম রাজনী‌তি ছে‌ড়ে ইসলা‌মিক দ‌লে যে‌াগ দি‌য়ে‌ছেন।

 

চর‌মোনাই‌য়ের  পী‌রের  দ‌লেযোগ  দিলেন  ক‌মিউ‌নিস্ট  নেতা

'যোগদান অনুষ্ঠা‌নে চর‌মোনাই‌য়ের পীর ব‌লেন, ইসলাম শান্তি, কল্যাণ মানবতার ধর্ম। ইসলামে সকলেই নিরাপদ। আজীবন ইসলামের বাইরে থাকা মানুষও যদি আল্লাহর কাছে আনুগত্য প্রকাশ করে, ইসলাম তার নিরাপত্তার জন্য যথেষ্ট।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত