/ মমতা ব্যানার্জি /
২৪খবরবিডি: 'চার দিনের সফরে বৃহস্পতিবার (৪ আগস্ট) দিল্লি গেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মমতা। মমতার সাথেই দিল্লি সফর সঙ্গী হয়েছেন তার ভাতিজা তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।'
শুক্রবার (৫ আগস্ট) বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ হতে পারে তার। মোদির সঙ্গে বৈঠক ছাড়াও ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদীর মুর্মুর সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন মমতা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। শনিবার (৬ আগস্ট) ৪ অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন মমতা। দিল্লির সংসদ ভবনের সেন্ট্রাল হলে ওই বৈঠকে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে স্টালিন প্রমুখ। কেন্দ্রীয় সরকার যেভাবে ইডি, সিবিআইসহ কেন্দ্রীয় এজেন্সি গুলোকে দিয়ে বিভিন্ন রাজ্যে অভিযান চালাচ্ছে, তাতে বেশ ক্ষুব্ধ মমতা। এই বিষয়টি নিয়ে অবিজেপি মুখ্যমন্ত্রীদের সাথে আলোচনা করতে পারেন তৃণমূল নেত্রী।
-একটি সূত্র বলছে, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সাথেও সাক্ষাৎ করতে পারেন মমতা ব্যানার্জি। মোদির নেতৃত্বাধীন আগামী ৭ আগস্ট রবিবার 'নীতি আয়োগ' এর বৈঠকে যোগ দিতেই মূলত মমতার এই দিল্লি সফর।
চার দিনের সফরে দিল্লী গেলেন 'মমতা ব্যানার্জি'
আর সেই সফরকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি নিয়েছেন তিনি। দিল্লি সফর শেষ করে আগামী সোমবার ফের কলকাতায় ফিরে আসবেন মমতা।