প্রকাশ :
২৪খবরবিডি: 'জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শ্যামলী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। শনিবার দুপুরে ওই ঝটিকা মিছিল থেকে পুলিশের একটি গাড়ি ভাংচুরও করা হয়েছে।'
-অবশ্য শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ূয়া ২৪খবরবিডিকে বলেন, শ্যামলী এলাকায় কে বা কারা মিছিল করেছে, সে বিষয়ে এখনো পুলিশ নিশ্চিত নয়। তবে ঝটিকা মিছিল থেকে সেখানে পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়েছে।
রাজধানীর শ্যামলীতে জামায়াতের ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর
গাড়িটি শেরেবাংলা নগর থানার নয়। সেটি কোন ইউনিটের তা জানার চেষ্টা চলছে। হঠাৎ করে হওয়ায় ওই মিছিলের সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না।
'এক প্রশ্নের জবাবে ওসি বলেন, গাড়ি ভাংচুরে জামায়াত বা যারাই জড়িত থাকুক, তাদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া হবে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের ভাষ্য এবং সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের গাড়িতে হামলাকারিদের চিহ্নিত করার চেষ্টা করছে।'