প্রকাশ :
২৪খবরবিডি: 'বিদেশি শ্রমিক নিয়োগ আবেদন সাময়িক বন্ধ ঘোষণা করেছে মালয়েশিয়ার মানবসম্পদ-বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার দেশটির এই মন্ত্রণালয় বলেছে, আগামী ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগ আবেদন বন্ধ থাকবে।'
-এদিকে বারনামার প্রতিবেদনে আরও বলা হয়, গত মার্চে দেশটির সংসদে কর্মসংস্থান (সংশোধনী) আইন-২০২২ পাস হয়। নতুন এই আইনে মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে।
বিদেশি শ্রমিক নিয়োগ: আবেদন বন্ধ করল মালয়েশিয়া
এ ছাড়া নতুন আইনটিতে অন্তঃসত্ত্বা শ্রমিকদের ছাঁটাইয়ের ক্ষেত্রে বিধিনিষেধ দেওয়া এবং পিতৃত্বকালীন ছুটির বিষয়টিও যুক্ত করা হয়েছে।