প্রকাশ :
২৪খবরবিডি: 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া ময়মনসিংহের হালুয়া ঘাটের কৃষক আরেং ও নীলিমা স্নালের ছেলে ১২ বছর বয়সী শ্রাবণ স্নালের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। এই সহায়তার পরিমাণ ১ লাখ ৯৪ হাজার নগদ টাকা।'
প্রসঙ্গত, 'ময়মনসিংহের হালুয়াঘাটের আধিবাসী কৃষক আরেং ও নীলিমা স্নালের ১২ বছর বয়সী ছেলে সপ্তম শ্রেণি পড়ুয়া শ্রাবণ স্নাল হজকিন্স লিম্ফোমা রোগে আক্রান্ত। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে শ্রাবণকে বিএসএমএমইউতে চিকিৎসা সেবার জন্য উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে নির্দেশ দেন।'
'প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলো ময়মনসিংহের শ্রাবণ '
-গত বছর ২৪ অক্টোবর জ্বর ও গলার ডানপাশে লসিকা গ্রন্থি ফোলা নিয়ে শ্রাবণ স্নালকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে বিশ্বদ্যিালয়ের হেমাটোলজি বিভাগে অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহের অধীনে ভর্তি করা হয়।
পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে শ্রাবণ স্নালের হজকিন্স লিম্ফোমা রোগ নির্ণয় করা হয়। গত ৭ নভেম্বর প্রথম কেমোথেরাপি শুরু হয়। এ পর্যন্ত শ্রাবণ স্লালকে ৬ সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়েছে।