সর্বশেষ

সপ্তাহের একেক দিন একেক এলাকায় কারখানা বন্ধের সুপারিশ, 'একমত ব্যবসায়ীরা'

প্রকাশ :


/ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ / সংগৃহীত ছবি

২৪খবরবিডি: 'বিদ্যুৎ সংকট মোকাবিলায় সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্পকারখানা বন্ধ রাখার সুপারিশ করেছে বিদ্যুৎ বিভাগ। এতে ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। ব্যবসায়ীরাও এর সঙ্গে একমত হয়েছেন।'
 

আজ রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে, তখন আর লোডশেডিং থাকবে না বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তিনি বলেন, আগামী মাস (সেপ্টেম্বর) থেকে লোডশেডিং আরো কমবে। আমরা উৎপাদন বাড়াব। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করব। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারব। সবাইকে অনুরোধ করব, একটু ধৈর্য ধরুন।


-এদিকে বিদ্যুৎ সংকট মোকাবিলায় আজ (রোববার) ২০তম দিনের মতো এলাকাভিত্তিক লোডশেডিং দেওয়া হচ্ছে।

সপ্তাহের একেক দিন একেক এলাকায় কারখানা বন্ধের সুপারিশ, 'একমত ব্যবসায়ীরা '

'সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১৯ জুলাই থেকে দেশজুড়ে লোডশেডিং শুরু হয়। এর আগে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে জানানো হয় গত ১৮ জুলাই।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত