সর্বশেষ

পানি সংকট নিরসনে দাবিতে 'মহাখালীতে বিক্ষোভ', সড়ক অবরোধ

প্রকাশ :


২৪খবরবিডি: 'পানি সংকট নিরসন এবং সরু রাস্তা সংস্কারের দাবিতে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে সি ব্লকের বাসিন্দারা। রোববার বিকেল ৪টার দিকে সড়ক অবরোধ করলে মহাখালী থেকে গুলশানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।এতে করে সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে।'
 

'একজন অবরোধকারী বলেন, 'দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় পানির সঙ্কট। টানা ১২ দিন ধরে আমরা এক গ্লাস পানিও পাচ্ছি না। আমরা দ্রুত এই সমস্যা থেকে মুক্তি চাই।' স্থানীয় বাসিন্দা সালমা খাতুন বলেন, 'এই গরমের দিনে পানি না থাকার যে কী কষ্ট তা ওয়াসার লোকজন বুঝে না। ওয়াসার লোক এসে দেখে গেছে, কিন্তু কোনো সমাধান হয় নাই। পানি আসে নাই। এজন্য আমরা রাস্তায় নামছি।' আরেকজন অবরোধকারী বলেন, 'মহাখালী সি ব্লকের হাজারীবাড়ির রাস্তাটা এত সরু যে সেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সও ঢোকে না। আমরা এই সমস্যারও সমাধান চাই।'


-অবরোধ চলাকালে ঘটনাস্থলে আসেন বনানী থানার পুলিশ। তারা বিক্ষুব্ধ বাসিন্দাদের সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। পরে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

পানি সংকট নিরসনে দাবিতে 'মহাখালীতে বিক্ষোভ', সড়ক অবরোধ

'বনানী থানার এসআই আব্দুল কাইয়ুম বলেন, 'মহাখালী সি ব্লকের বাসিন্দারা তাদের এলাকায় তীব্র পানির সংকট নিরসন ও হাজারীবাড়ি এলাকার একটি সরু রাস্তা সংস্কারের দাবিতে সরকারি তিতুমীর কলেজের সামনে বিকেল সাড়ে চারটার পর সড়ক অবরোধ করে। আমরা এসেছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত