প্রকাশ :
২৪খবরবিডি: 'পানি সংকট নিরসন এবং সরু রাস্তা সংস্কারের দাবিতে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে সি ব্লকের বাসিন্দারা। রোববার বিকেল ৪টার দিকে সড়ক অবরোধ করলে মহাখালী থেকে গুলশানে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।এতে করে সড়কের উভয় দিকে যানবাহন আটকা পড়ে।'
-অবরোধ চলাকালে ঘটনাস্থলে আসেন বনানী থানার পুলিশ। তারা বিক্ষুব্ধ বাসিন্দাদের সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। পরে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
পানি সংকট নিরসনে দাবিতে 'মহাখালীতে বিক্ষোভ', সড়ক অবরোধ
'বনানী থানার এসআই আব্দুল কাইয়ুম বলেন, 'মহাখালী সি ব্লকের বাসিন্দারা তাদের এলাকায় তীব্র পানির সংকট নিরসন ও হাজারীবাড়ি এলাকার একটি সরু রাস্তা সংস্কারের দাবিতে সরকারি তিতুমীর কলেজের সামনে বিকেল সাড়ে চারটার পর সড়ক অবরোধ করে। আমরা এসেছি, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।'