সর্বশেষ

এবারের লড়াই শাসনব্যবস্থা পরিবর্তনের লড়াই: জোনায়েদ সাকি

প্রকাশ :


/ জোনায়েদ সাকি /ফাইল ফটো

২৪খবরবিডি: 'গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এবারের লড়াই শাসনব্যবস্থা পরিবর্তনের লড়াই। এবারের লড়াই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই। আর তার জন্য এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে জনগণের অভ্যুত্থানের মুখে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে, তার হাতে ক্ষমতা দিয়ে তার অধীনে নির্বাচন হলে, জনগণের একটা নির্বাচিত সরকার আমরা কায়েম করবো।'
 

রবিবার (৭ আগস্ট) গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) আয়োজিত ডিজেল-কেরোসিন-পেট্রোল-অকটেনের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সাকি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান। সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদৃর রশীদ নিলু, মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, দীপক রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান মোল্লা, সৈকত মল্লিক এবং ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মশিউর রহমান রিচার্ড।


-জোনায়েদ সাকি আরও বলেন,  'আপনারা (আওয়ামী লীগ) রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছেন। এই দেশে ক্ষমতা হস্তান্তরের  বৈধ পথ মানুষের ভোটে সরকার গঠিত হবে।

এবারের লড়াই শাসনব্যবস্থা পরিবর্তনের লড়াই: জোনায়েদ সাকি

আমরা বলেছি, সংকটের সমাধান করেন, আপনারা সে সংকটের সমাধান না করে— ডাণ্ডা দিয়ে গুম খুন করে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পকেটে ঢুকিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এবং২০৪০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত করছেন। ফলাফল আমরা পরিষ্কার করে বলেছি, এই রাজনৈতিক সংকট যদি টিকে থাকে লুটপাট বাড়বে দমন পীড়ন বাড়বে। সমাজে নৈরাজ্য হবে, সার্বভৌমত্ব হুমকীর সম্মুখীন হবে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত