প্রকাশ :
২৪খবরবিডি: 'গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, এবারের লড়াই শাসনব্যবস্থা পরিবর্তনের লড়াই। এবারের লড়াই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লড়াই। আর তার জন্য এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামাতে জনগণের অভ্যুত্থানের মুখে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করে, তার হাতে ক্ষমতা দিয়ে তার অধীনে নির্বাচন হলে, জনগণের একটা নির্বাচিত সরকার আমরা কায়েম করবো।'
-জোনায়েদ সাকি আরও বলেন, 'আপনারা (আওয়ামী লীগ) রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছেন। এই দেশে ক্ষমতা হস্তান্তরের বৈধ পথ মানুষের ভোটে সরকার গঠিত হবে।
এবারের লড়াই শাসনব্যবস্থা পরিবর্তনের লড়াই: জোনায়েদ সাকি
আমরা বলেছি, সংকটের সমাধান করেন, আপনারা সে সংকটের সমাধান না করে— ডাণ্ডা দিয়ে গুম খুন করে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে পকেটে ঢুকিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এবং২০৪০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার বন্দোবস্ত করছেন। ফলাফল আমরা পরিষ্কার করে বলেছি, এই রাজনৈতিক সংকট যদি টিকে থাকে লুটপাট বাড়বে দমন পীড়ন বাড়বে। সমাজে নৈরাজ্য হবে, সার্বভৌমত্ব হুমকীর সম্মুখীন হবে।'