সর্বশেষ

'জিম্বাবুয়ে ভালো দল', মেনে নিলেন তামিম

প্রকাশ :


/ ছবি: এএফপি /

২৪খবরবিডি: 'তিনশ' ছোঁয়া রান দুই ম্যাচেই অনায়াসে তাড়া করেছে জিম্বাবুয়ে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে। এমন হারের পর 'অজুহাত' দেওয়া যায় না। বাংলাদেশ অধিনায়ক তামিমও কোন যুক্তি খাড়া করলেন না। ব্যাটিং কিংবা বোলিং কোন বিভাগকেই দোষ দিচ্ছেন না আলাদা করে। বরং ভালো খেলেননি জানিয়ে আত্মসমর্পণ করেছেন।'
 

ম্যাচ শেষে তামিম বলেন, 'ওরা চারটি সেঞ্চুরি করেছে। আমরা একটাও করতে পারেনি। এটাই পার্থক্য। আমরা ভালো সংগ্রহ তুলেছিলাম। শুরুটা ভালো করেছিলাম। কিন্তু কেউ সেটা এগিয়ে নিতে পারিনি। উইকেট শুরু থেকেই ভালো ছিল। যদিও স্পিনের বিপক্ষে ব্যাট করা কিছুটা কঠিন ছিল।' প্রথম ম্যাচে বাংলাদেশের ৩০৪ রান ৫ উইকেট হাতে রেখে জিতেছে জিম্বাবুয়ে। ওই ম্যাচে ইনোসেন্ট কায়া এবং সিকান্দার রাজা সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ২৯১ রান তাড়া করেছে স্বাগতিকরা। রাজা ও চাকাভার সেঞ্চুরিতে জয় পেয়েছে ৫ উইকেট হাতে রেখে।


-জিম্বাবুয়েকে এই জয়ের কৃতিত্ব দিয়েছেন টাইগার কাপ্তান। জিম্বাবুয়ে এই  সিরিজে বাংলাদেশের চেয়ে ভালো দল এবং তামিমরা সেরাটা দিতে পারেননি বলে মেনে নিয়েছেন,

'জিম্বাবুয়ে ভালো দল', মেনে নিলেন তামিম

'জিম্বাবুয়েকে কৃতিত্ব দিতে হবে, এই সিরিজে ওরা আমাদের চেয়ে ভালো দল। আমরা সেরা ক্রিকেট খেলতে পারেনি বলেই এই অবস্থায় পড়েছি।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত