(আমিশা)
২৪খবর বিডি : ' চলতি মাসে শঙ্কা জানিয়ে একটি টুইট করেছিলেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। সেখানে লিখেছিলেন, ‘২৩ এপ্রিল খান্ডোয়ায় নবচণ্ডী মহোৎসবে এসেছিলাম। এত খারাপ ব্যবস্থাপনা যে ভয় লাগছে। ’
সেই পোস্ট দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। তবে জলঘোলা হয় তার পরেই। আর সেটা এবার থানা অবধি গড়ালো।
* আয়োজক সেই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। মধ্যপ্রদেশের খান্ডোয়ায় সে দিনের সে ঘটনায় ‘কহো না প্যার হ্যায়’-এর নায়িকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে উদ্যোক্তারা।
* অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য চার লাখ রুপি নিয়েছিলেন আমিশা। চুক্তি অনুযায়ী, তাকে ওই অনুষ্ঠানে এক ঘণ্টা থাকতে হবে। পারফর্মও করার কথা ছিল। কিন্তু এক ঘণ্টার জায়গায় মাত্র তিন মিনিট মঞ্চে ছিলেন অভিনেত্রী। এতেই উদ্যোক্তারা রেগে আগুন। অবশেষে থানায় অভিযোগ জানান তারা।
* মধ্যপ্রদেশের মোঘাট থানার পুলিশ কর্মকর্তা ঈশ্বর সিং চৌহান জানিয়েছেন, এ দিন রাত সাড়ে ন’টা নাগাদ অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছিলেন আমিশা প্যাটেল। মঞ্চের বাইরে ভিড় ছিল প্রচণ্ড। অনুরাগীরা অভিনেত্রীর একঝলক দেখার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। যদিও অভিনেত্রী অনুষ্ঠানে মাত্র তিন মিনিট উপস্থিত থাকার পরই বেরিয়ে চলে যান। সেই মুহূর্তে ইন্দোর ছেড়ে বহুদূরে চলে যান নায়িকা।
প্রতারণার মামলায় ফাঁসলেন আমিশা
* পাশাপাশি পুলিশ কর্তার মন্তব্য, ‘সেখানে মানুষের ভিড় অবশ্যই ছিল, তবে অনুষ্ঠান স্থলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অন্য কোনোধরনের আশঙ্কার বিষয়ে কোনও তথ্য ছিল না।’
আমিশা সর্বশেষ সুপারহিট ছবি মুক্তি পায় ২০০১ সালে, ‘গাদ্দার: এক প্রেম কথা’। দেশভাগের প্রেক্ষাপটে এক তরুণ-তরুণীর অসাধারণ প্রেমেরে গল্প তুলে ধরা হয়েছিল পর্দায়। বলিউডে সফল ছবির তালিকায় এটি অন্যতম।
' অন্যদিকে, বিগ বসের ১৩ তম সিজনে অতিথি হিসেবে দেখা গিয়েছিল আমিশাকে। এছাড়াও একাধিক বিজ্ঞাপনে দেখা মেলে অভিনেত্রীর। '