প্রকাশ :
২৪খবরবিডি: 'সারাবিশ্বেই সংকট সৃষ্টির কারণে সরকারকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, 'বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে আবারও দেশে মূল্য সমন্বয় করা হবে।' সোমবার (৮ আগস্ট) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
'জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরও আমাদের দেশের মূল্য ভারতের পশ্চিম বাংলার মূল্যের সমান উল্লেখ করে তিনি বলেন, 'বাংলাদেশে ডিজেলের মূল্য ১১৪ টাকা, ভারতে ডিজেলের মূল্য পশ্চিম বাংলায় ১১৪-১১৫ টাকা। বাংলাদেশে পেট্রোলের দাম ১৩০ টাকা, ভারতের পশ্চিম বাংলায় ১৩০-১৩১ টাকা। ডিজেলের দাম নেপালে ১২৮.৬৩ টাকা, ভুটানে ১৪৪.৩৯ টাকা, শ্রীলঙ্কায় ১১৪ টাকা, ফ্রান্সে ২২৪ টাকা, জার্মানিতে ১৯০ টাকা, অস্ট্রেলিয়ায় ১৬০ টাকা, সাউথ কোরিয়ায় ১৪৪ টাকা, চীনে ১১৮.৬৩ টাকা, ইউএই এর যেসব দেশ তেল রফতানি করে সেখানে ডিজেলের দাম ১২২.৮ টাকা, ইউকেতে ২৩০ টাকা, সিঙ্গাপুরে ১৮৯.৭৮ টাকা, হংকংয়ে ২৬০.৭৫ টাকা, ফিলিপাইনে ১৩৮ টাকা।'
-ড. হাছান আরও জানান, পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ, স্থায়ী পরিষদের সদস্য ফ্রান্সে জ্বালানি সাশ্রয়ের জন্য ২৭ জুলাই থেকে পাবলিক প্লেস, শপিংমলে এয়ারকন্ডিশন চালানোর ওপর বিধিনিষেধ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে ৭৫০ ইউরো জরিমানা করার ঘোষণাও দিয়েছে। গ্রিস এ বছরের মধ্যে ১০ শতাংশ জ্বালানি সাশ্রয়ের ঘোষণা দিয়েছে।
সারাবিশ্বেই সংকট সৃষ্টির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: তথ্যমন্ত্রী
এই গ্রীষ্মকালেও তাদের দেশে এয়ারকন্ডিশনের তাপমাত্রা ২৭ ডিগ্রি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতালিতে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে পাবলিক স্থাপনা, পার্ক, শপিংমলগুলো সন্ধ্যা ৭টার পর বাতি নিভিয়ে দেওয়া। হাঙ্গেরিতে বিদ্যুতে জ্বালানি সংকটের তীব্রতায় ১৯ জুলাই থেকে এনার্জি এমারজেন্সি ঘোষণা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যেককে এসএমএস দিয়ে বলা হয়েছে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় করার জন্য।'
'বিশ্বে এই সংকটের প্রেক্ষাপটে আমাদের সরকারকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে হয়েছে, বিশ্ব বাজারে যখন তেলের মূল্য স্থিতিশীলভাবে কমে আসবে এবং এর প্রভাব বাংলাদেশে শুরু হবে তখন জ্বালানি তেলের মূল্য আবার সমন্বয় করা হবে', আশ্বস্ত করেন তিনি।