প্রকাশ :
২৪খবরবিডি: 'জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শূন্য হয়েছে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) সংসদীয় আসন। এরই মধ্যে আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে বাংলাদেশ সংসদ সচিবালয়।'
-এ ছাড়াও ২ /৩ জন রয়েছেন। স্থানীয়রা জানান, ফারজানা রাব্বী বুবলী ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বুবলী ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে তাঁর বাবা ফজলে রাব্বি মিয়ার প্রধান নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন। তাঁর স্বামী সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি খুরশীদ আলম সরকার। গাইবান্ধা-৫ আসনটি শূন্য ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুবলীকে বাবার আসনে সংসদ সদস্য হিসেবে পেতে দাবি তুলছেন তরুণ সমাজ। বর্তমানে পুরো নির্বাচনী আসনজুড়ে রয়েছে তাঁর পোস্টার ও ব্যানার। জানতে চাইলে মনোনয়নপ্রত্যাশী ফারজানা রাব্বি বুবলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার বাবার শেষ ইচ্ছা ছিল আমি যেন এ আসন থেকে নির্বাচন করি। বাবা দীর্ঘদিন এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার নানা উন্নয়ন করেছেন। আমি চাই তাঁর ইচ্ছা অনুযায়ী উপনির্বাচনে অংশ নিতে। দল আমাকে মনোনয়ন দিলে ও নির্বাচিত হলে বাবার স্মৃতিকে ধরে রাখতে এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখব।
'বঙ্গবন্ধুকন্যার নির্দেশে আমৃত্যু সততার সঙ্গে কাজ করেছেন আমার বাবা। আমি আমার বাবার অসমাপ্ত কাজ শেষ করতে চাই। উল্লেখ্য, গাইবান্ধা-৫ আসনের সাত বারের নির্বাচিত সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া গত ২২ জুলাই নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে পিতা-মাতা, স্ত্রী, সন্তান-নাতির কবরের পাশে দাফন করা হয় তাঁকে।'