কাজী সালাউদ্দিন(বাফুফে সভাপতি)
২৪খবর বিডি : ২০০৯ সালে প্রথম সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন কাজী সালাউদ্দিন। সেই পদে এখনও আসীন দেশের ফুটবলের জীবন্ত এই কিংবদন্তি। টানা চতুর্থবার আবারও সাফের সভাপতি হওয়ার পথটা সুগম হচ্ছে তার জন্য। কেননা আগামী চার বছরের জন্য সালাউদ্দিনই শুধু সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
' গত ২৫ এপ্রিল ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময়। সেখানে অন্য পদে একাধিক প্রার্থী থাকলেও সভাপতি পদে আর কেউ নেই। এখন আগামী ২৫ জুন ঢাকার নির্বাচনি কংগ্রেসে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। '
টানা চতুর্থবার সাফ সভাপতি হচ্ছেন ' সালাউদ্দিন '
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ২৪খবর বিডিকে বলেন , ‘সভাপতি পদে কাজী সালাউদ্দিন ছাড়া অন্য কারও মনোনয়ন পত্র জমা পড়েনি। এখন যাচাই বাছাই শেষে ৫ সদস্যের নির্বাচনি বোর্ড ২৫ জুন চূড়ান্ত রায় দেবেন।’
' এমনিতে কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও রেকর্ড টানা চতুর্থবার সভাপতির দায়িত্ব পালন করছেন। এবার দক্ষিণ এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাতেও সেই ধারা রাখার পথে আছেন তিনি।'