সর্বশেষ

বঙ্গমাতার জন্মদিনে ২৫০০ নারীর উপায় অ্যাকাউন্টে 'প্রধানমন্ত্রীর উপহার'

প্রকাশ :


২৪খবরবিডি: 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে দুই হাজার ৫০০ জন অসচ্ছল নারীকে দুই হাজার টাকা করে উপহার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ফিন্যানশিয়াল উপায়-এর মাধ্যমে এই উপহারের অর্থ পাঠানো হয়।'  
 

এ অর্থ উত্তোলনে গ্রহীতাকে কোনো চার্জ প্রদান করতে হয়নি। উপহারের টাকার ক্যাশ আউট খরচ সম্পূর্ণ বহন করেছে উপায়। বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি আনুষ্ঠানিকভাবে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস উপায়ের মাধ্যমে দুই হাজার ৫০০ অসচ্ছল নারীর অ্যাকাউন্টে জনপ্রতি দুই হাজার অর্থাৎ সর্বমোট ৫০ লাখ টাকা প্রেরণের ঘোষণা দেন। এসব অ্যাকাউন্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় মহিলা সংস্থার সরবরাহকৃত মহিলাদের তালিকা, তাঁদের মোবাইল ফোন নম্বর, অন্যান্য প্রয়োজনীয় তথ্যের সমন্বয়ে উপায়-এ খোলা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা এমপি।


এ প্রসঙ্গে উপায়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন বলেন, 'সরকারের এ ধরনের মহতী উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা গর্বিত।

বঙ্গমাতার জন্মদিনে ২৫০০ নারীর উপায় অ্যাকাউন্টে 'প্রধানমন্ত্রীর উপহার'

'উপায় পরিবারের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে বঙ্গমাতার জন্মদিনে প্রধানমন্ত্রীর উপহার পাঠাতে উপায়কে নির্বাচন করায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থাকে ধন্যবাদ জানাই।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত