প্রকাশ :
২৪খবরবিডি: 'গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা শুরু করে রাশিয়া। আজ মঙ্গলবার এই অভিযানের ১৬৭তম দিন চলছে। এর মধ্যে মাস ছয়েকের এই যুদ্ধে রাশিয়ার ৭০ থেকে ৮০ হাজার সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, এ পর্যন্ত তাদের ৪২ হাজার ২০০ সেনার মৃত্যু হয়েছে।'
-পেন্টাগনের ওই কর্তার দাবি, সেনাবাহিনীর পাশাপাশি চার কোটিরও বেশি ইউক্রেনীয় নাগরিকের বিরুদ্ধেও লড়তে হচ্ছে রাশিয়াকে।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ, রাশিয়ার ৭০-৮০ হাজার সেনা হতাহত : দাবি পেন্টাগনের
অন্যদিকে, আমেরিকাসহ বহু দেশের কাছ থেকে সামরিক সাহায্য পাচ্ছে ইউক্রেন। সূত্র : ওয়াশিংটন পোস্ট