প্রকাশ :
২৪খবরবিডি: 'অস্ত্র হাতে ভাইরাল হওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নালঘর গ্রামের যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান। মঙ্গলবার (৯ আগস্ট) কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।'
উল্লেখ্য, গত ১৪ জুলাই জুয়েলের বিরুদ্ধে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শাহজালাল মজুমদারের উপর হামলার অভিযোগ উঠে। সেই দিনে আগ্নেয়াস্ত্রসহ জুয়েলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
অস্ত্র হাতে ভাইরাল 'সেই অস্ত্রের লাইসেন্স বাতিল'
এর পরদিন রাতে মনিরুজ্জামান জুয়েলের স্ত্রী আগ্নেয়াস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দেন। ১৭ জুলাই জুয়েলকে একটি চেক ডিজওনার মামলায় ঢাকা বনানী থেকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে জুয়েল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।