প্রকাশ :
২৪খবরবিডি: 'হাতিরঝিল এলাকায় চলাচলকারী চক্রাকার বাসের ২০ টাকার ভাড়া করা হয়েছে ২৫ টাকা এবং ৩০ টাকার ভাড়া ৪০ টাকা। অন্যদিকে ১৫ ও ২০ টাকার ওয়াটার ট্যাক্সির ভাড়ায় ৫ টাকা বাড়ানো হয়েছে। এবং ৩০ টাকার ভাড়ায় ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। আগের টিকিটের ওপর নতুন ভাড়ার সিল দিয়ে এই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।'
এ বিষয়ে রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) এএসএম রায়হানুল ফেরদৌস অনলাইন সংবাদমাধ্যম ২৪খবরবিডিকে বলেন, তারা ভাড়া বাড়ানোর আবেদন করেছে। কিন্তু এখনো অনুমোদন হয়নি।
হয়নি অনুমোদন রাজউকের,আগেই ভাড়া বাড়লো হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি-চক্রাকার বাসের
-বাড়তি ভাড়া আদায়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'এটা রাজউক কর্তৃপক্ষ জানে। ডিজেলের দাম বেড়েছে। সব জায়গায় ভাড়া বেড়েছে। তারা তো আর বাসা থেকে টাকা এনে এগুলো চালাবে না।'