প্রকাশ :
২৪খবরবিডি: 'আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে বিএনপি আহুত দুই দিনের কেন্দ্রীয় কর্মসূচির প্রথম এটি।রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠেয় এ সমাবেশে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।'
-কারণ জ্বালানি তেল, দ্রব্যমূল্য বৃদ্ধি- এগুলো কোনো রাজনৈতিক বিষয় নয়। সর্বস্তরের মানুষই আজ ভুক্তভোগী। কাজেই এই সমাবেশে ব্যাপক লোকসমাগম ঘটবে। তাছাড়া আমাদের এই সমাবেশ হবে শান্তিপূর্ণ। ঐতিহাসিক এই সমাবেশের মাধ্যমে আমরা সরকারের কাছে বার্তা দেব- অনতিবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।
আগামীকাল ঢাকায় বিএনপির সমাবেশ : পরশু জেলা ও মহানগরে
'নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সর্বশেষ জনসমাবেশটি অনুষ্ঠিত হয়েছিলো ২০২১ সালের ৩০ নভেম্বর। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে সমাবেশটির আয়োজন করা হয়েছিল।'