প্রকাশ :
২৪খবরবিডি: 'লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আরও তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১৩ আগস্ট বিদ্যুতের বিষয়ে একটি প্রেস কনফারেন্স, ১৭ আগস্ট নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির বিষয়ে এবং ১৯ আগস্ট জ্বালানি বিষয়ে সেমিনার।'
এতে বলা হয়, স্থায়ী কমিটির সভায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কাল ঢাকার সমাবেশের বিষয়ে আলোচনা হয়।
বিএনপির আরও তিনদিনের কর্মসূচি ঘোষণা
এ সমাবেশকে সফল করতে সর্বাত্মক সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ২২ আগস্ট থেকে মহানগর, ওয়ার্ড, জেলা ও উপজেলা পর্যায়ে সভা-সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অব্যাহত রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়।