/ ফুটবল বিশ্বকাপ / ছবি: ফাইল
২৪খবরবিডি: 'কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ একদিন এগিয়ে আনা হতে পারে বলে দাবি করেছে বিবিসি ও অন্যান্য সংবাদ মাধ্যম। স্বাগতিক কাতার যাতে উদ্বোধনী ম্যাচ খেলতে পারে সেজন্য নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত।
সূচি অনুযায়ী, ২১ নভেম্বর শুরু কাতার বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচ খেলবে নেদারল্যান্ডস ও সেনেগাল। একই দিন তৃতীয় ম্যাচে কাতার ও ইকুয়েডরের মুখোমুখি হওয়ার কথা। দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডরের বিপক্ষে ওই ম্যাচটা অনুষ্ঠিত হতে পারে ২০ নভেম্বর। সূচি পরিবর্তনের বিষয়ে ফিফা, কাতার ফুটবল ফেডারেশন এবং ইকুয়েডর ফুটবল ফেডারেশন আলোচনা করেছে বলেও জানানো হয়েছে। দক্ষিণ আমেরিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলও মনে করছে, ম্যাচটা এগিয়ে আনতে অনুরোধ করা হয়েছে। যদি বিশ্বকাপ এগিয়ে আনা হয় তাহলে কি সামগ্রিক সূচিতে পরিবর্তন আসতে পারে। সংবাদ মাধ্যম মনে করছে, অন্য সূচিতে কোন পরিবর্তন আনা হবে না। শুধু উদ্বোধনী দিন ম্যাচ হবে একটি। দ্বিতীয় দিন অর্থাৎ ২১ নভেম্বর চারটির জায়গায় তিনটি ম্যাচ খেলানো হবে।
-দিন পরিবর্তন না হলেও অবশ্য ২১ নভেম্বরের ম্যাচের সময় পরির্বতন হতে পারে। নেদারল্যান্ডস ও সেনেগালের ম্যাচটি সূচি অনুযায়ী আছে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
একদিন এগিয়ে আনা হতে পারে কাতার বিশ্বকাপ
ওই ম্যাচ সরে যেতে পারে সন্ধ্যা সাতটায়। ইংল্যান্ড ও ইরানের ম্যাচ হতে পারে রাত ১০টায়। অথবা ইংল্যান্ড ও ইরানের ম্যাচ যথাসময়ে রেখে ডাচদের ম্যাচটা রাত ১০টায় আনা হতে পারে।