সর্বশেষ

অদ্ভুত প্রস্তাব ঊর্বশীকে

প্রকাশ :


২৪খবরবিডি: 'ঊর্বশী রাউতেলা। বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা। তার সৌন্দর্যে কাবু বহু পুরুষ হৃদয়। বিভিন্ন সময়ে অনেকেই তাকে দিয়ে বসেন প্রেম কিংবা বিয়ের প্রস্তাব। মুম্বইয়ের এক সাক্ষাৎকারে এমনই এক অদ্ভুত প্রস্তাবের গল্প ফাঁস করলেন ঊর্বশী।'

তাকে প্রশ্ন করা হয়, এমন কোনো প্রস্তাব পেয়েছেন কখনো যা খুবই অদ্ভুত মনে হয়েছে? এ প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, হ্যাঁ, আমি একবার এক মিশরীয় গায়কের থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়, কারণ আমাদের সংস্কৃতিগত পার্থক্য ছিল। ঊর্বশী জানান, সেই গায়ক বিবাহিত ছিলেন। তার ৪ সন্তান এবং দুই স্ত্রী ছিলেন। কিন্তু তারপরও তিনি প্রস্তাব দিয়ে বসেন বিয়ের।

 

-বিষয়টি অবাক করেছিল আমাকে। তিনি আমাকে তিন নম্বর স্ত্রী বানাতে চেয়েছিলেন! ২০১৩-এ একটি রোমান্টিক কমেডি ‘সিং সাব দ্য গ্রেট’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় ঊর্বশীর।

অদ্ভুত  প্রস্তাব  ঊর্বশীকে

যে ছবিতে সানি দেওল, অমৃতা রাওয়ের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেন তিনি। এরপর আরও বেশকিছু ছবিতে অভিনয় করেন। ২০২১ সালে মুক্তি পায় তার প্রথম আন্তর্জাতিক মিউজিক অ্যালবাম।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত