প্রকাশ :
২৪খবরবিডি: 'সরকারি গাড়ি থেকে প্রতি মাসে প্রায় ১৮ হাজার লিটার তেল চুরি হচ্ছে। সংশ্লিষ্ট গাড়ির চালকরাই এর সঙ্গে জড়িত। তারা প্রতি গাড়ি থেকে দিনে তিন-চার লিটার তেল সরিয়ে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিতেন। প্রতিদিন গড়ে ৫০টি গাড়ি থেকে এভাবে তেল চুরি করা হত।
-তিনি বলেন, গ্রেপ্তার হওয়া চারজনই প্রতিটি সরকারি গাড়ি থেকে ৩-৪ লিটার করে তেল কিনতেন। এভাবে প্রতিদিন ৪৫-৫০টি গাড়ি থেকে একটি দোকানে যেত ২০০ লিটার তেল।
'সরকারি গাড়ির তেল চুরি', প্রতি মাসে ১৮ হাজার লিটার, গ্রেপ্তার ৪
অর্থাৎ এক মাসে প্রায় ছয় হাজার লিটার। সে হিসাবে তিনটি দোকানে মাসে ১৮ হাজার লিটার চোরাই তেল কেনাবেচা হতো। আগারগাঁও এলাকায় সরকারি অফিসের আধিক্যের কারণে চক্রটি ওই এলাকাকে টার্গেট করেছিল।
'উপকমিশনার জানান, তারা প্রতি লিটার অকটেন ১০০ টাকায় কিনতেন। পরে খোলাবাজারে তা ১২৮-১৩০ টাকায় বিক্রি করা হতো। একইভাবে প্রতি লিটার পেট্রোল ১১০ টাকায় কিনে ১৩০ টাকায় এবং প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় কিনে ১০৮-১১০ টাকায় বিক্রি করে আসছিলেন।'