সর্বশেষ

'ভুয়া ওয়ারিশ বানিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ': সংবাদ সম্মেলন

প্রকাশ :


২৪খবরবিডি: 'ভুয়া ওয়ারিশ বানিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার বেলা ১১ টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে পংকজ কুমার শীল।'

লিখিত বক্তব্যে পংকজ কুমার শীল উল্লেখ করেন, আমার বাবা অমল কৃষ্ণ শীল মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশ আমি পঙ্কজ কুমার শীল। এই সম্পত্তির উপর লালায়িত হয়ে অমল কৃষ্ণ শীলের ফুফু নিঃসন্তান সুভাষিনী শীলের প্রতিবেশী বিরেন চন্দ্র শীল, পিতা. মৃত বিপীন চন্দ্র শীল সুভাষিনী শীলের মিথ্যা ভাসুর পুত্র উল্লেখ করে ভুয়া ওয়ারিশ সনদপত্র গ্রহণ করেন। যা পরে মিথ্যা প্রমাণিত হয়।


-তিনি আরও বলেন, 'ভুয়া ওয়ারিশ সনদপত্র দিয়ে করে ঝালকাঠি সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে আমাদের জমি রেজিস্ট্রারি করা হয়।

'ভুয়া ওয়ারিশ বানিয়ে সম্পত্তি আত্মসাতের অভিযোগ': সংবাদ সম্মেলন

এত বড় অপরাধ করে অপারাধী চক্র ক্ষান্ত হয়নি। তারা আমাদেরকে এখন বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে এবং বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছে'।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুভাষিনী শীলের ভাতিজি বাসনা রানী, ভাইজি জামাই নিতাই চন্দ্র শীল, সুভাষিনীর বোনের ছেলে পরিমল চন্দ্র শীল। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত