প্রকাশ :
২৪খবরবিডি: 'তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কোনো দুষ্কৃতকারীদের আমরা রাজপথ ইজারা দেইনি। তারা রাজপথ দখল করে সাধারণ মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করবে, সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে দেবে না।'
-তথ্যমন্ত্রী বলেন, কোনো দেশে যদি তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকে, তবে তা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। সেখানে আমাদের প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ রয়েছে।
আমরা দুষ্কৃতকারীদের রাজপথ ইজারা দেইনি : তথ্যমন্ত্রী
বর্তমানে রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে ৪৫তম। আর দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পরেই আমাদের অবস্থান।
'তিনি এসময় গণমাধ্যমে দেওয়া বিশেষজ্ঞদের সাক্ষাতকারের সমালোচনা করে বলেন, তারা অনেকেই রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন। কিন্তু এখন অর্থনীতির বিশেষজ্ঞ হয়েছেন। তারা কোনো পূর্বাপর বিশ্লেষণ না করেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেশের সমালোচনা করছেন।'