সর্বশেষ

দেশে অবৈধ গ্যাস অপসারণে ছয় মাসে তিতাসের ১৬৪ অভিযান

প্রকাশ :


২৪খবরবিডি: 'অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগ অপসারণ করতে ছয়মাসব্যাপী অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার পুলিশের সহায়তায় এসব অভিযান পরিচালিত হয়।'
 

এসময় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ ও পাইপলাইন অপসারণের নির্দেশ দেওয়া হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় চলতি বছরের শুরুর দিন থেকে গত ৩০ জুন পর্যন্ত ১৬৪টি অভিযান পরিচালিত হয়। অর্থাৎ গত ছয় মাসে এসব অভিযান চালায় তারা। অভিযানের সময় বিচ্ছিন্ন করা অবৈধ বিতরণ লাইনের আনুমানিক দৈর্ঘ্য ২২১ কিলোমিটার এবং অবৈধ আবাসিক বার্নারের আনুমানিক সংখ্যা দুই লাখ ৪১৭টি। এছাড়াও অবৈধ বাণিজ্যিক সংযোগের সংখ্যা ৩০২টি এবং অবৈধ শিল্প সংযোগ ৩০টি। এসময় এক কোটি ৫০ লাখ ৭১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।  


-এছাড়া ৬৫টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধেসংখ্যা ২৬টি মামলা দায়ের করা হয়।

দেশে অবৈধ গ্যাস অপসারণে ছয় মাসে তিতাসের ১৬৪ অভিযান

এদের মধ্যে  অবৈধ কর্মকাণ্ডের কারণে ২২ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া  ৬১টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত