সর্বশেষ

সাকিবের বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল, মুছে ফেলবেন ফেসবুক পোস্টও

প্রকাশ :


/ মিরপুর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসানের সঙ্গে মিডিয়া ব্রিফিংয়ে সাকিব আল হাসান / ফাইল ছবি-বিসিবি

২৪খবরবিডি: 'বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হিসেবে সাকিব আল হাসানের নাম আসার পর থেকেই দেশের ক্রিকেট মহলে অস্থিরতা বিরাজ করছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা হয়নি।'
'পাপন বলেছেন, আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।'

 

বেটউইনারের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি নিয়ে সৃষ্ট সমস্যার বিষয়ে এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।' এরই মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছেন, বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে আসন্ন এশিয়া কাপে তো বটেই, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গেই সাকিবের আর কোনো সম্পর্ক থাকবে না। বৃহস্পতিবার (১১ আগস্ট) গণমাধ্যমের সামনে বিসিবি সভাপতি এ কথা জানানোর পর সাকিবের চুক্তি বাতিলের চিঠি পেয়েছেন। চিঠি পাওয়ার বিষয়ে নাজমুল হাসান পাপন বলেছেন, 'আমরা সাকিবের চিঠি পেয়েছি। চিঠিতে ও বেটউইনারের সঙ্গে চুক্তি থেকে সরে আসার কথা বলেছে।'


-তবে এখনই এশিয়া কাপের বাংলাদেশ দল ঘোষণা করতে চায় না বিসিবি। বিসিবি সভাপতি বলেন, ''সাকিবের চিঠি পাওয়ার পর অনেকেই বলেছিলেন, আজই এশিয়া কাপের দল ঘোষণা করে দিতে। কিন্তু আমি রাজি হইনি। সাকিব ১২ তারিখ (আগামীকাল) রাতে দেশে ফিরবে। ১৩ তারিখ সকালে আমি ওর সঙ্গে বসব। সব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবে। টেলিফোনে তো আর এত কথা বলা যায় না। আমি তাই ওর সঙ্গে সামনাসামনি বসে কথা বলার অপেক্ষায় আছি। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার নেব।''

সাকিবের বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল, মুছে ফেলবেন ফেসবুক পোস্টও

'উল্লেখ্য, গত ২ আগস্ট সাকিব আল হাসান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট দিয়ে বেটউইনার নিউজ–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা জানান। বেটউইনার একটি অনলাইন বেটিং ও ক্যাসিনোর ওয়েবসাইট। সূত্রের বরাতে দৈনিক পত্রিকা প্রথম আলো এক প্রতিবেদনে জানায়, চিঠিতে সাকিব বেটউইনার নিউজের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা তো জানিয়েছেনই, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন। সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের প্রতি তার আনুগত্যের কথা জানিয়ে জাতীয় দলের হয়ে নিজেকে উজাড় করে দেবেন বলেও কথা দিয়েছেন।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত