সর্বশেষ

অভিযানে চাঁদপুরে ৩৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ

প্রকাশ :


২৪খবরবিডি: 'চাঁদপুরের মেঘনায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। পরে এসব ডিজেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।'

শুক্রবার সকালে জেলার মতলব উত্তর উপজেলার দশানী-মোহনপুর এলাকার মেঘনা নদী থেকে চোরাই ডিজেলের এই চালান জব্দ করা হয়।  কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান জানান, দশানী-মোহনপুর এলাকায় চোরাই ডিজেলের একটি চালান পড়ে আছে। গোপনে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় একটি ইঞ্জিনচালিত নৌকায় ড্রাম ভর্তি ৩৮ শ লিটার চোরাই ডিজেল হাতেনাতে জব্দ করা হয়। তিনি আরো জানান, এই অভিযান সফল করতে সার্বিক সহযোগিতা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।  


-এদিকে, জব্দ করা চোরাই ডিজেলের চালান মতলব উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা।

অভিযানে চাঁদপুরে ৩৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ

এই ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। 'তবে এর সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না, তা খুঁজে পেতে অনুসন্ধান চালাচ্ছে কোস্টগার্ডের সদস্যরা।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত