প্রকাশ :
২৪খবরবিডি: 'দেশের সকল গণপরিবহনের ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। কিন্তু রাজধানীর হাতিরঝিলের চক্রাকার বাস সার্ভিসের ক্ষেত্রে ঘটছে ব্যতিক্রম। এখানে বাসের ভাড়া নির্ধারণ করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।'
হাতিরঝিলের টিকিট কাউন্টারের সেবা পরিচালনাকারী কোম্পানির কর্মীরা জানিয়েছেন, তারা রাজউকের নির্ধারিত ভাড়ায় টিকিট দিচ্ছেন। হাতিরঝিলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও নকশা) এএসএম রায়হানুল ফেরদৌস বলেন, 'এটি আলাদা চিত্তবিনোদনের এলাকা। রাজউক নিয়ন্ত্রণ করে। এখানে কিলোমিটার ধরে ভাড়া নির্ধারণ সম্ভব নয়। এখানে যে বাস সার্ভিস চলে তা নির্দিষ্ট সময়ে চলে। যারা বাস চালান তাদের উচ্চ বিনিয়োগে বাস চালাতে হয়। বিআরটিএর হিসাবে এখানে গাড়ি চালানো সম্ভব নয়।' রাজউকের ভাড়া নির্ধারণ করার আইনগত এখতিয়ার আছে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, রাজউক তা করতে পারে।'
-এ বিষয়ে বিআরটিএর পরিচালক (সড়ক নিরাপত্তা) ও মুখপাত্র শেখ মোহাম্মদ মাহাবুব-ই-রব্বানী বলেন, 'তাদের এমন করার সুযোগ নেই। রুট পারমিট কি তারা দেবে নাকি? তারা রুট পারমিটও নিচ্ছে না। এটা তারা ঠিক করছে না।'
তিনি আরও বলেন, 'রাজউক নিয়ন্ত্রিত এলাকা হলেই রাজউক ভাড়া নির্ধারণ করতে পারে না। সিটি করপোরেশন, সড়ক ও জনপথ ও স্থানীয় সরকার প্রকৌশলেরও সড়ক আছে। তারা তো ভাড়া নির্ধারণ করছে না।' বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, 'ঢাকা সিটিতে যত বাস সার্ভিস আছে সবগুলোর ভাড়া ঠিক করবে বিআরটিএ।'
ভাড়া নির্ধারণ: কোন নিয়মে চলে হাতিরঝিলের বাস ?
-এ বিষয়ে গণপরিবহন বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেন, 'সড়ক পরিবহন আইনের ৩৪ নং ধারায় বলা আছে কর্তৃপক্ষ গণপরিবহনের ভাড়া নির্ধারণ করবে। তবে শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল কিংবা বিশেষ সুবিধা সম্বলিত গণপরিবহনের ভাড়ার ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। এটা (চক্রাকার বাস) সেই পরিবহন কিনা আমার জানা নেই। রাজউককে সরকার সেই ক্ষমতা দিয়েছে কিনা সেটাও জানা নেই।' তিনি আরও বলেন, 'তবে অযৌক্তিক ভাড়া নির্ধারণ করে থাকলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে বিআরটিএ-এর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে বলে আইনে বলা আছে।'