প্রকাশ :
২৪খবরবিডি: 'দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকদিন নানা কর্মসূচি পালনের পর অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন চা শ্রমিকরা। শনিবার সকাল ৬টা থেকে সিলেটসহ দেশের সব চা বাগানে শুরু হয়েছে তাদের ধর্মঘট।'
-চা শ্রমিকরা জানান, চা শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। শ্রম আইন অনুসারে চা শ্রমিকদের পক্ষে দরকষাকষি করে এই সংগঠন।
মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটসহ সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটে চা শ্রমিকরা
সম্প্রতি চা-বাগান মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ চা সংসদের সাথে দ্বিপাক্ষিক আলোচনয়ায় শ্রমিক ইউনিয়ন চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বোনাস প্রদান, ছুটিসহ বিভিন্ন দাবি উত্থাপন করে। কিন্তু কোনো সুরাহা হয়নি। পরে মালিকপক্ষ মজুরি ১৪ টাকা বাড়নোর প্রস্তাব দেয়। কিন্তু চা শ্রমিকরা এই মজুরি বৃদ্ধিকে 'পরিহাস' বলে মনে করছেন।
'চা শ্রমিক ইউনিয়ন নেতারা জানান, গত ১ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি ও ভ্যালি কমিটিসমূহের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে চা সংসদে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়। গত ৩ আগস্ট সেই স্মারকলিপি প্রদান করে চা শ্রমিক ইউনিয়ন। সেখানে সাতদিনের মধ্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে 'গ্রহণযোগ্য সুরাহার' দাবি জানানো হয়। অন্যথায় আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। 'আলটিমেটামের মধ্যে মজুরি বৃদ্ধির বিষয়টি সুরাহা না হওয়ায় গত মঙ্গলবার থেকে আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামেন চা শ্রমিকরা।'