সর্বশেষ

চলতি বছরের অক্টোবরেই আসছে আরিফিন শুভর 'ব্ল্যাক ওয়ার'

প্রকাশ :


/ ছবির পোস্টারে আরিফিন শুভ /

২৪খবরবিডি: 'চলতি বছরের অক্টোবর মাসেই পর্দায় আসছে বহুল আলোচিত ছবি 'মিশন এক্সট্রিম'র দ্বিতীয় কিস্তি 'ব্ল্যাক ওয়ার'। আরিফিন শুভ অভিনীত এ ছবিটির প্রথম কিস্তি মুক্তি পায় গত বছরের ৩ ডিসেম্বর। এরপর থেকেই শোনা যাচ্ছিল ঈদকে লক্ষ্য করে আসবে পরের সিক্যুয়েল। তবে সেটা হয়নি।'
 

এবার অক্টোবরকে লক্ষ্য করে ছবিটির পুরো টিম কাজ করছে বলে জানালেন এর পরিচালকদ্বয় সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। মুক্তি উপলক্ষে তারা দু'জনই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির পোস্টার শেয়ার করেন।  অন্যদিকে, আজকেই (১৩ আগস্ট) জানা গেছে, অক্টোবর মাসে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত 'দামাল'। ছবিটি ২৮ অক্টোবর পর্দায় আসছে। 'ব্ল্যাক ওয়ার'র বিষয়ে যোগাযোগ করা হলে এর অন্যতম পরিচালক ফয়সাল আহমেদ বলেন, 'অনেকদিন ধরেই ছবিটির মুক্তির সঠিক মাস খুঁজছিলাম। অক্টোবরেই আমাদের সিনেমাটি আসছে। তারিখটি দ্রুতই আমরা সংবাদমাধ্যমকে জানাবো।'-'মিশন এক্সট্রিম' গত ডিসেম্বরে দেশে ও বাইরে একযোগে মুক্তি পায়।  এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন 'মাসলম্যান'খ্যাত অভিনেতা আরিফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন 'ঢাকা অ্যাটাক'খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।


'মিশন এক্সট্রিম' সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের 'সিটিটিসি'র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত।

চলতি বছরের অক্টোবরেই আসছে আরিফিন শুভর 'ব্ল্যাক ওয়ার'

গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

Share

আরো খবর


সর্বাধিক পঠিত