প্রকাশ :
২৪খবরবিডি: 'আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকের অপেক্ষায় রয়েছেন তানজিম আহমদ সোহেল তাজ। দলটির হাইকমান্ডের ডাকে সাড়া দিতে তিনি প্রস্তুত রয়েছেন জানিয়ে সোহেল তাজ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এখন দেশের রাজনীতিতে একটা গুণগত পারিবর্তন আনার সময় এসেছে।'
'আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়া আগামী বছরের শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করা আওয়ামী লীগ বৈশ্বিক সংকটময় পরিস্থিতর জন্য অতীতের যেকোনো সময়ের চেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছে বলে দলটির কেন্দ্রীয় নেতারাও প্রকাশ্যে স্বীকার করছেন। বিরোধীদের আন্দোলন মোকাবিলা, দলীয় সম্মেলন ও নির্বাচন নিয়ে যখন নানা ধরনের কথা শোনা যাচ্ছে, ঠিক সেই সময় হঠাৎ করেই আলোচনায় আসে সোহেল তাজের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টি। গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সোহেল তাজের রাজনীতিতে সক্রিয় হওয়ার বিষয়টিকে সামনে নিয়ে আসেন তার ছোট বোন মাহজাবিন আহমদ মিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আওয়ামী লীগের অনেকে নেতাকর্মী ও শুভাকাঙ্খী।'
'আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, হচ্ছে' উল্লেখ করে তিনি বলেন, এখন সবারই কর্তব্য বিশেষ করে আওয়ামী লীগের ওপর এই কর্তব্য বর্তায়, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে প্রস্তুত করা। যাতে আগামী এক দুই তিন জেনারেশন যেন এই চেতনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার মানে আমাদের মানবিক পরিবর্তন দরকার, গুণগত মান উন্নয়ন করা প্রয়োজন। নতুন প্রজন্মকে যুক্ত করা প্রয়োজন। এটা সম্ভব হবে।' সোহেল তাজ আরো বলেন, 'যেই সমাজের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই সমাজ যেখানে, ন্যায়বিচার থাকবে, দুর্নীতি থাকবে না, অব্যবস্থাপনা থাকবে না।
সোহেল তাজ ফিরতে চান 'আ. লীগে', শেখ হাসিনার ডাকের প্রত্যাশায়
আওয়ামী লীগের পবিত্র দায়িত্ব সেই কাজগুলো করা। আমার বিশ্বাস সেই কাজটা একমাত্র আওয়ামী লীগই করতে পারে। আওয়ামী লীগের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা এই দেশটাকে আনেক ভালোবাসে। আমরা সঠিক নেতৃত্ব দিতে পারলে সেই লক্ষ্যে পৌছাতে পারবো। আমি বিশ্বাস করি আমাদের প্রধানমন্ত্রীও একই জিনিস চান। আমাদের দলের ভালো মানুষ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের উৎসাহিত করে এগিয়ে নিয়ে আসতে হবে। সেটার অংশ হিসেবে আমিও প্রস্তুত আছি। যদি প্রয়াজন হয় তবে আমিও একাত্ম হবো।'
-রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন প্রসঙ্গে সোহেল তাজ বলেন, 'পরিবর্তনের সময় এসেছে। এই সুযোগটা আওয়ামী লীগ নিতে পারে। এটা আমাদের সুযোগ। দলকে শক্তিশালী করে এই দুর্নীতি-অনিয়নের বিরুদ্ধে কথা বলতে হবে। যেটা এখন থেকে নয়, দুর্নীতির এই সংস্কৃতি সেই চারদলীয় জোট, এরশাদ ও জিয়াউর রহমানের সময় থেকেই শুরু হয়েছে। ছাত্ররাজনীতিতে দুর্নীতি সেই সময় থেকেই শুরু হয়েছে। এই বিষয়গুলোকে চিহ্নিত করে কাজ করতে হবে।'
-কবে রাজনীতির মাঠে সক্রিয়ভাবে দেখা যাবে- জানতে চাইলে সোহেল তাজ বলেন, 'আমি সচেতন নাগরিক হিসেবে মাঠে আছি, রাজনীতির বাইরে, ঠিক সেটা বলা যায় না। একজন রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে আমি রাজনীতির ভেতরেই আছি। আমি সর্বদাই প্রস্তুত আছি।'