প্রকাশ :
২৪খবরবিডি: 'দেশে সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি নানাভাবে বুলিংয়ের (উত্ত্যক্ত) শিকার হচ্ছেন। ছবি বিকৃত করে সাইবার স্পেসে অপপ্রচার, পর্নোগ্রাফি কনটেন্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অনলাইনে-ফোনে বার্তা পাঠিয়ে উত্ত্যক্ত করা হয়। নারীরা এ ধরনের অপরাধের বেশি শিকার হন।'
-সিসিএ ফাউন্ডেশন জানিয়েছে, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ২ মার্চ পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ভুক্তভোগী ১৯৯ জনকে ১৮টি প্রশ্ন করা হয়। তাঁদের মতামতের ভিত্তিতে এ গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়। ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজের সভাপতিত্বে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরেন গবেষক দলের প্রধান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সিনিয়র লেকচারার মনিরা নাজমী জাহান। তিনি বলেন, গবেষণায় জানা গেছে করোনা-পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রচার বাড়ছে। করোনাকালে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে অনেকে হয়রানির শিকার হয়েছেন। কাজী মুস্তাফিজ বলেন, গবেষণায় সাক্ষাৎকার নেওয়ার সময় ভুক্তভোগীরা মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় ছিলেন। ভার্চুয়াল জগতে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে আর বেশি কিছু করার থাকে না। সাইবার অপরাধ সংঘটিত হওয়ার আগেই সচেতন হওয়া জরুরি।
-প্রতিবেদনটি বিশ্লেষণ করে দেখা যায়, একই সংস্থার করা গত বছরের প্রতিবেদনের চেয়ে এবারের প্রতিবেদনে সাইবার বুলিংয়ে ভুক্তভোগীর সংখ্যা বেড়েছে।
সাইবার অপরাধ গবেষণা: পুরুষরা হ্যাকিং, নারীরা বেশি উত্ত্যক্তের শিকার
গতবার ৫০ দশমিক ১৬ শতাংশ বুলিংয়ের শিকার হয়েছিল। এবার তা বেড়ে ৫০ দশমিক ২৭ শতাংশ হয়েছে। এ ছাড়া এবার দেশে আশঙ্কাজনকভাবে সামাজিকমাধ্যমসহ অন্যান্য অনলাইন অ্যাকাউন্ট হ্যাকিং বা তথ্য চুরি বেড়েছে।
-সংস্থাটি জেন্ডারভিত্তিক অপরাধের ধরন বিশ্নেষণ করে দেখিয়েছে, ভুক্তভোগীদের মধ্য পুরুষ ৪৩ দশমিক ২২ শতাংশ এবং নারী ৫৬ দশমিক ৭৮ শতাংশ। অনলাইনে পণ্য কিনতে গিয়ে পুরুষদের তুলনায় নারীরা বেশি প্রতারণার শিকার হয়েছেন। গবেষণা প্রতিবেদনে সাইবার অপরাধ কমাতে ব্যাপকভাবে সাইবার সচেতনতামূলক কার্যক্রম, জাতীয় বাজেটে সাইবার সচেতনতায় গুরুত্ব দেওয়া, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সিএসআরে সাইবার সচেতনতা বাধ্যতামূলক করা, শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার পাঠ অন্তর্ভুক্ত করা, সাইবার সাক্ষরতা বৃদ্ধি, সচেতনতামূলক কাজে রাজনৈতিক জনশক্তির সঠিক ব্যবহার, গণমাধ্যমে ব্যাপক প্রচার ও অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে।