প্রকাশ :
২৪খবরবিডি: 'বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, রাজনৈতিক কর্মী, অ্যাকটিভিস্ট, সাংবাদিক, শিল্পী ও জনসমাজের নানা প্রতিনিধিদের বিভিন্ন মামলায় জড়িয়ে রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হচ্ছে।'
-তারা বলেন, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্যপদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। গুমবিরোধী কনভেনশনেও স্বাক্ষর করেছে। কিন্তু ক্রমাগতভাবে মানবাধিকার পরিপন্থী নানা অপতৎপরতার মাধ্যমে বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলেছে। সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরকার মিথ্যাচার করছে: গণতন্ত্র মঞ্চ
এরপর সরকার কিছুটা নিয়ন্ত্রিত আচরণ করতে বাধ্য হয়। 'সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা সারা দেশে বিরোধী রাজনৈতিক দলের সভা-সমাবেশ-বিক্ষোভের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অব্যাহত হত্যা-দমন-পীড়ন, হামলা-মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।'
'সভায় বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ সভাপতি তানিয়া রব, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ উর রহমান প্রমুখ।'