সর্বশেষ

বঙ্গবন্ধু স্মরণে 'শোক দিবসে' চ্যানেল আইতে বিশেষ আয়োজন

প্রকাশ :


২৪খবরবিডি: 'শোকের মাস পুরো আগস্টজুড়ে চ্যানেল আই-এর পর্দায় থাকছে বঙ্গবন্ধু স্মরণে বিশেষ আয়োজনে চলচ্চিত্র, গান, নাটক, টেলিফিল্মসহ নানা আয়োজন। এ ধারাবাহিকতায় ১ থেকে ১৬ই আগস্ট পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬:৪০ মিনিটে প্রচার হচ্ছে নাসিরউদ্দিন ইউসুফের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান 'মৃত্যুঞ্জয়ী মুজিব' এবং প্রতিদিন দুপুর ১:৪০ মিনিটে প্রচার হচ্ছে কবি মুহাম্মদ নুরুল হুদার উপস্থাপনায় পাঠক সমাবেশ বই আলোচনায় 'বঙ্গবন্ধু বিষয়ক বই নিয়ে আলোচনা।'
 

১৫ই আগস্ট দুপুর ১২ টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান 'বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা'। দুপুর ১২ টা ৩০ মিনিটে রয়েছে অনন্যা রুমার প্রযোজনায় ফ্রেশ-প্রিমিয়াম টি তারকাকথন'র বিশেষ পর্ব। দুপুর ২টা ৪০ মিনিটে প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'গেরিলা'। জয়া আহসান অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ। সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে দেখানো হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় 'দেশ-বিদেশে রান্না'র বিশেষ পর্ব। রাত ৭ টা ৫০  মিনিটে প্রচার হবে সহিদ রাহমানের গল্প 'মহামানবের দেশে' অবলম্বনে নির্মিত নাটক 'প্রতিরোধযুদ্ধে দুই বীর'। নাট্যরূপ পান্থ শাহরিয়ার এবং নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান 'মাটি ও মানুষের মহান নেতা'।



'রাত ১০টায় প্রচার হবে কারা জীবনে বঙ্গবন্ধুর লেখা চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান 'কারাগারের চিঠি'। পরিচালনায় ইফতেখার মুনিম।

বঙ্গবন্ধু স্মরণে 'শোক দিবসে' চ্যানেল আইতে বিশেষ আয়োজন

রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত