প্রকাশ :
২৪খবরবিডি: 'একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে, সার্বিক পরিস্থিতি ঘোলাটে করতে যেকোনো সময় ভাসমান কাউকে দিয়ে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি বা স্থাপনায় হামলা চালানো হতে পারে।'রাজধানীসহ সারা দেশে হামলা ও ভাঙচুরের মতো ঘটনাও ঘটতে পারে।'
-পাশাপাশি জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুজব ছড়াতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়ার জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।
চলতি মাসে নাশকতার আশঙ্কা: আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ
'ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম বলেন, গোয়েন্দা সংস্থা যেমন এসবি, এটিইউ, এনএসআই, ডিজিএফআই কারো কাছ থেকে এখনো জঙ্গি হামলা হুমকির কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে সন্ত্রাসী হামলার বিষয় উড়িয়ে দেওয়া যায় না।'